নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে ১২০ কি.মি নৌ-সীমানার ভেতর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘন্টায় ২৯ এপ্রিল পর্যন্ত ৫৫৮টি অভিযান,৯৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে। ২৮৪ জন অসাধু জেলের জেল জরিমানা ও জেলে প্রেরণ করেছে জেলা টাস্কফোর্স।
জেলা ট্রাস্কফোর্সের নিয়মিত টহল অভিযানকালে জাটকা জব্দ হয়েছে ৩৮.৩৩৭ মে.টন জাটকা জব্দ হয়েছে। নিষিদ্ধ কারেন্টজাল জব্দ হয়েছে ২৫৫.৫৪০ লাখ মিটার এবং অন্যান্য জাল ৭৮টি । জব্দকৃত এসব জালের আনুমানিক মূল্য ৫১ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা। মামলার সংখ্যা ২৬১ টি।
অভিযান শুরু থেকে ২৯ এপ্রিল পর্যন্ত অমান্য করে জাটকা ধরার অপরাধে ৮ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
আগামি কাল ৩০ এপ্রিল মধ্যরাত নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।
এ সব অভিযান মৎস্য বিভাগ ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের দিক-নির্দেশনায় পরিচালনা করছেন ম্যাজিস্ট্রেট,নৌ-পুলিশ,কোষ্টগার্ড এবং মৎস্য বিভাগ।
প্রসঙ্গত, নিষেধাজ্ঞার এ সময়ে জাটকা আহরন,পরিবহন, মজুদ,ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার।
জাটকা নিধনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলায় ৫১ হাজার ১’শ ৯০ জন নিবন্ধিত জেলেকে ৪০ কেজি হারে চাল দেয়া হচ্ছে। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৪ মাস নদীতে জাটকাসহ অন্যান্য মাছ ধরতে না নামার শর্তে জেলেদের এ খাদ্য সহায়তা করা হচ্ছে।