নিজস্ব প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে প্রায় সাত বছর ধরে পরকীয়ায় লিপ্ত ছিলেন শফিকুল ইসলাম সাবু (৩৮) ও হাজেরা আক্তার (২৮)। পরে এলাকাবাসী তাদের অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে দুজনকে আটক করে বিয়ে পরিয়ে দেন। শনিবার সকাল ১০টার দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের বাদি গাওয়াইল এলাকার মোতালেবের বাড়িতে এ ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম সাবু একই এলাকার আব্দুর রহমানের ছেলে এবং একই এলাকার মোতালেব এর মেয়ে হাজেরা আক্তার। শফিকুল ইসলাম এর আগেও আরো দুই বিয়ে করেছে। কিন্তু প্রেমিকা হাজেরা আক্তারের জন্য তাদের ডিভোর্স দিয়ে দেয়। হাজেরা আক্তার ছয় মাস পূর্বে তার প্রথম স্বামীকে ডিভোর্স দেয়। হাজেরার প্রথম ঘরে আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার দিনগত রাত ২টার দিকে শফিকুল ও হাজেরাকে এক রুমে দেখতে পেয়ে এলাকাবাসী কয়েকজন তাদের ওই রুমেই আটকিয়ে রাখে। পরে গ্রাম পুলিশ মোঃ পলু মিয়া তাদের দুজনকে সারা রাত পাহারা দেয়। এবং সকালে বিষয়টি সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আজহার আলীর কাছে জানালে তিনি দুজনকে বিয়ে পরিয়ে দেয়ার পরামর্শ দেন। পরে সকাল ১০টার দিকে স্থানীয়রা কাজি এনে তাদের বিয়ে পড়ান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, দুজনের মধ্যে এইরকম অবৈধ সম্পর্ক সাত-আট বছর ধরে চলে আসছিল। এর আগেও এমন ঘটনা অনেক ঘটিয়েছে এরা দুজন। এলাকার প্রায় সব লোকই জানে এদের এমন ঘটনা। কিন্তু শফিকুল চেয়ারম্যানের কাছের লোক বলে কেও কিছু বলতে সাহস পেত না।
গ্রাম পুলিশ মোঃ পলু মিয়া জানান, রাতে আমাকে একজন ফোন দিয়ে ঘটনা বলে। পরে আমি এসে সারা রাত তাদের পাহারা দেই। এবং সকালে মেম্বার এসে কাজি দিয়ে তাদের বিয়ে পরিয়ে দেয়া হয়।
স্থানীয় ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আতাহার আলী আতর জানান, রাতেই আমাকে এই ঘটনা জানায় হাজেরার পরিবার। তখন রাত বেশি থাকায় আমি সকালে আসবো বলে দেই। পরে সকালে কাজি ডেকে দুজনকে বিয়ে পরিয়ে দেয়া হয়।