সুমন আহমেদ :
চাঁদপুরের মতলব উত্তরে গনিত অলিম্পিয়াড কৌশল ব্যবহার করে বিষয়ভিত্তিক গনিত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা রিসোর্স সেন্টারে গনিত অলিম্পিয়াড কৌশল ব্যবহার করে বিষয়ভিত্তিক গনিত প্রশিক্ষণের উদ্বোধন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর সফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, প্রশিক্ষনার্থী শিক্ষক সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আসাদুজ্জামান জুয়েল, গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।