মানিক দাস // চাঁদপুর শহরের ইটালি রহমানিয়া দরবার শরীফের দিনব্যাপী বার্ষিক ওরস সম্পন্ন হয়েছে। প্রতিবছরের ন্যায় গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে এই ওরস শুরু হয়। ওই দিন বিকেলে ৩ টা থেকে ওরস আনুষ্ঠানিকতা শুরু হয়।
২৫ ফেব্রুয়ারী শুক্রবার পর থেকে মিলাদ মাহফিল এবং সারারাত সামা মাহফিল ভোর চারটায় মোনাজাতের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মিজানুর রহমান চাঁদপুরী সভাপতিত্বে প্রথম দিনের কার্যক্রম পালন করা। ওরস দায়িত্বে ছিলেন রহমানিয়া দরবার শরীফের ভক্ত ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও মশু বাবার জামাতা রিপন পাটোয়ারী।
ওরসে ওয়াজ করেন কুমিল্লা শাহপুর দরবার শরীফের হযরত মাওলানা সুলতান মাহমুদ, হযরত মাওলানা বোরহান উদ্দিন, হযরত মাওলানা আবিদুর রহমান,হযরত মাওলানা আমির হোসেন জিলানী, হযরত মাওলানা কাউসার হামিদ, হযরত মাওলানা আমির হোসেন জালালী , হযরত মাওলানা হারুনুর রশিদ জিহাদী, হযরত মাওলানা ইয়াসিন নূরী, হযরত মাওলানা আলী এরশাদ চিশতী, হযরত মাওলানা আবু সাঈদ সখিপুরি, হযরত মাওলানা তোহা জিহাদী, মাওলানা রবিউল ইসলাম তাহেরি, মাওলানা আব্দুল হালিম, হাফেজ আলী হোসেন লক্ষ্মীপুর।
আল্লাহ-রাসুলকে পেতে হলে বেশি বেশি করে জিকির করতে হবে নামাজ আদায় করতে হবে। তাহলেই আত্মা শুদ্ধ হবে। আর তখনই আল্লাহ রাসুলের সন্ধান পাওয়া যাবে। অলি আউলিয়াদের কেরামতি শিরু গাউছেপাক হযরত আব্দুল কাদির জিলানী রাব্বুল আলামিন থেকে। তিনি বহু কেরামতি দেখিয়েছেন ইতিহাসের রয়েছে। ভারতবর্ষে হযরত খাজা গরিবে নেওয়াজ মইনুদ্তিন চিশতীর ( রাঃ)বহু কেরামতি দেখিয়েছেন। হযরত শাহজালাল (রাঃ) ৩৬০আউলিয়াদের নিয়ে ইয়ামিন থেকে আসেন। গৌর গোবিন্দের সাথে অনেক যুদ্ধ করেছেন। সেখানে অনেক অলৌকিক ঘটনা দেখিয়েছেন।তাছাড়া ঢাকার হযরত শাহ আলী বোগদাদিয়া ( রাঃ),হযরত মুশু বাবা ও হযরত সৈয়দ আহম্মেদ উল্লাহ আল মাইজভান্ডারি অনেক কেরামতি দেখিয়েছেন। যা আমাতের মাঝে অনেকে দেখে নাই।চাঁদপুরের মানুষ বুঝতে পারে নাই মুশু পাটোয়ারী ( মুশু) বাবা কি রত্ন ছিলেন। আজকে দূর দুরান্ত থেকে হাজারো ভক্ত মুরিদ এখানে এসেছে। যেন ভক্তের মিলন মেলা বসেছে। আমরা যারা অলিআউলিয়াদের ভালবাসি তারা হয়তো এক দিন তাতের মতো হতে পরবো। গতকাল ২৬ ফেব্রুয়ারী শনিবার মাহফিলের শেষ দিন রাতে বিশেষ মানাজাতের মধ্যদিয়ে ইচুলি রহমানিয়া দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক ওরস সম্পন্ন হয়।সব শেষে ভক্তদের মাঝে তবারুক বিতরন করা হয়।