নিজস্ব প্রতিবেদক :
প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই রাজশাহীতে একটি জমি বিক্রির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে। ওই জমি কেনা-বেচা কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনা ঘটে। এরপর প্রসাশনের পক্ষ থেকে ওই জমির উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। মামলা শেষ না হওয়া পর্যন্ত ওই জমি কেউ বিক্রি করতে পারবে না বলেও জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।
হত্যা মামলার বাদি কাশিয়াডাঙ্গা ফেত্তাপাড়া মৃত নরুল ইসলামের স্ত্রী মালেকা বেগম (৫০) অভিযোগ করেন, আসামীরা গোপনে জমিটি বিক্রি করার চেস্টা করছে।
সরেজমিনে কাশিয়াডাঙ্গা থানার ফেত্তাপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার পাশের একটি জমিতে ‘জমি বিক্রয় হবে না, এই জমিতে মার্ডারের মামলা চলিতেছে’ লেখা একটি সাইনবোর্ড ঝুলছে।
জানা যায়, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর পবা উপজেলার কৈকুড়ি থেকে শীতলাই যাওয়ার রাস্তার পাশে কাশিয়াডাঙ্গা থানার ফেত্তাপাড়া এলাকার মৃত নরুল ইসলামের মেজো ছেলে সাহাবুলের (৩৮) গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সাহাবুলের মা মালেকা বেগম (৫০) বাদি হয়ে রাজপাড়া থানার চামারপাড়া এলাকার রাব্বুল ও তার ছেলে সোহেল, রুবেল, লাভলু, বাবুলসহ ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে। কিছুদিন পর ৫ আসামী আদালতে আত্নসমর্পণ করেন। র্দীঘ ৮ মাস কারাগারে থাকার পর বর্তমানে আসামীরা উচ্চ আদালতের জামিনে রয়েছেন।
নিহত সাহাবুলের মা মালেকা বেগম বলেন, কাশিয়াডাঙ্গা মোজার খতিয়ান নং ১৪৬২, জেল নং ৫৫, হোলডিং নং ১১৬৩, মোট জমির পরিমান ০৮২৫/ প্রায় ৭ কাঠা। ওই জমি ২৫ লাখ টাকা মুল্যে কেনার জন্য আমার ছেলে সাহাবুল বায়না স্বরুপ ৬ লাখ টাকা সোহেলকে দেয়।
কাশিয়াডাঙ্গা ফেত্তাপাড়ার দুলাল হোসেনের ছেলে বাপ্পির উপস্থিতিতে রাজপাড়া দাসপুকুর এলাকার শালুর ব্যবসায়ীক চেম্বারে এই টাকা দেয়া হয়। এক সপ্তাহ পরে জমির বাকী টাকা নিয়ে সাহাবুলকে জমিটি রেজিস্ট্রি দেয়ার কথা ছিল সোহেলের। কিন্তু সোহেল বাকি টাকা না নিয়ে জমিটি সাহাবুলকে রেজিস্ট্রি করে দিতে বিভিন্নভাবে টালবাহানা শুরু করে। পরে জমিটি ইটের প্রাচীর দিয়ে সাহাবুল দখল করে নেয়।