আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছিল, তা নেভানো হয়েছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা এ খবর জানায়।
জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে জানানো হয়, ইউক্রেনের জাপোরিজ্ঝিয়ায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আগুন নেভানো হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনে। বস্তুত, দেশের তিনটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে পুরো ইউক্রেনে বিপুল পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়।
এরমধ্যে সবচেয়ে বড় কেন্দ্রটি জাপোরিজ্ঝিয়ায়। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার গোলায় সেই চুল্লিতে আগুন লেগে যায়।