কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য স্বাক্ষরিত মো. জহির উদ্দিন মিজিকে সভাপতি এবং মো. সাদ্দাম হোসেন খানকে সাধারণ সম্পাদক করে প্রায় ৩০০ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদ দেয়া হয়।
চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে কচুয়ার কৃতি সন্তান জহিরুল ইসলামকে নির্বাচিত করা হয়। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় কচুয়া উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের বিভিন্ন পদ-পদবী নেতাকর্মীরা ফেসবুকের সামাজিক যোগাযোগের মাধ্যমে অভিনন্দন জানান।
তিনি কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি হিসেবে সফলভাবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে দায়িত্ব পালন করছেন। তার এই দায়িত্ব সফলতা দেখে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে নির্বাচিত করেন।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম বলেন, সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে রাজনীতি করে আসছি, আল্লাহ যতোদিন বাচিয়ে রাখে আদর্শ ও নিষ্ঠার সাথে রাজনীতি করতে চাই, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় এগিয়ে যেতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন জাতে দেশ ও জাতির সার্থে নিজিকে উৎসর্গ করতে পারি। আমাকে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সভাপতি নির্বাচিত করায়, কচুয়া উন্নয়নের রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাই।