রেদোয়ান খাঁন রাজন, নারায়ণগঞ্জ
পূর্বে বহুবার এ বিষয় গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্রিকায় উঠে আসলেও এর কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
নারায়ণগঞ্জ টু চাঁদপুর গামী যাত্রী অনেক বেশি এই রুটে।
এর সুবাদে প্রতিদিন হাজার যাত্রীদের থেকে ইজারার নাম করে বিপুল অর্থ হাতিয়ে নেয়।
তাদের প্রকাশ্যে চাঁদাবাজি ও খারাপ আচরণ এর জন্য নিয়মিত হয়রানির শিকার এ রুটের যাত্রীরা।
যাত্রী হাতে থাকা ছোট ছোট ব্যাগ ও লাগেজ এর জন্য দিতে হয় ২০০/৩০০ করে টাকা।
প্রতি বছর ঈদ আসলে তাদের চাঁদাবাজির মাত্রা আরও ভেরে যায়, তাই অচিরেই এই এ ধরনের যাত্রী জিম্মি চাঁদাবাজি থেকে মুক্তি পেতে চান এই অঞ্চলের যাত্রীরা।
এই গুরুত্বপূর্ণ বিষয় আবারও অতিদূরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ- পরিবহন কতৃপক্ষকে দেখা ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাধারণ ভুক্তভোগী যাত্রীরা।