আলমাস হোসেন :
সকালে দখল, দুপুরে উচ্ছেদ আবার বিকেলে দখল। কারো পকেট ভারী, কারো শূন্য আর কারো জন্য তা বিড়ম্বনার। পথ চলায় নেই স্বস্তি। বাড়ছে যানজট। বাড়ছে দুর্ঘটনা। বাড়ছে অপরিচ্ছন্নতা। আশুলিয়া ক্রমেই হচ্ছে বসবাস অনুপযোগী। ঝুঁকিপূর্ণ হয়ে উটছে মানুষের চলাচল। আর এসব সমস্যার মূলে ফুটপাত বাণিজ্য।আশুলিয়া বাসির বিচিত্র এ অভিজ্ঞতা একদিনের নয়, প্রতিদিনের। ত্যক্ত-বিরক্ত সাধারণ মানুষ। এ নিয়ে সমালোচনারও শেষ নেই।
ফুটপাত দখলমুক্ত করতে বারবার উদ্যোগ নিলেও অগ্যত কারনেই থেমে যায়।
সাভারের আশুলিয়ায় অবস্থিত ডিইপিজেড সংলগ্ন এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক
দখল করে বলিভদ্র বাজার পর্যন্ত ফুটপাতে ছয়শতাধিক দোকান বসিয়ে লাইনম্যানের মাধ্যমে লাখ লাখ টাকার চাঁদাবাজি করছেন আতিক ও জাহাঙ্গীর। কয়েকটি ভাগে ভাগ করে চাঁদা আদায় করছেন তারা।
এই চাদার টাকা পুরোটাই চলে যায় কথিত শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর ও আতিকের পকেটে আর সহযোগী হিসেবে রয়েছেন আরো অন্তত দশ বার জন। চাঁদার অর্থের একটি অংশ চলে যাচ্ছে চাঁদাবাজ ও তাদের নিয়ন্ত্রকদের পকেটে। প্রশাসনের ছত্রছায়ায় এই চাঁদাবাজি চলছে বলে একটি সূত্রে জানা গেছে।
প্রত্যেক দোকান হতে প্রতিদিন ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। গড়ে ২০০ টাকা ধরলে দিনে ১ লাখ থেকে দেড় লাখ টাকার চাঁদাবাজি হয়। সেই হিসেবে মাসে ৩০ লাখ থেকে অর্ধকোটি টাকার চাঁদাবাজি হচ্ছে আশুলিয়ার এই সড়ক-মহাসড়কের দুই স্থানে। লাখ লাখ টাকা বাণিজ্য করা হলেও এর সিকি অংশও সরকারের কোষাগারে যায় না। ফুটপাতে ব্যবসা করতে হলে প্রত্যেক হকারকেই এককালীন অফেরত যোগ্য ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, ডিইপিজেডের পুরতান জোন এলাকা হতে বলিভদ্র বাজার পর্যন্ত চার শতাধিক দোকান দেখাশোনা করে আতিক ও জাহাঙ্গীর নামের দুইজন। অবশ্য সেখানে টাকা তোলার জন্য রুহুল নামের একজনকে বেতন দিয়ে রাখা হয়েছে। বলিভদ্র এলাকার আনবিকের সামনের ২ শতাধিক দোকান থেকে টাকা নেন কামাল নামের একজন। তারা সবাই ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডলের লোক বলে জানা যায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন হকার জানান, চাঁদার টাকা না দিলে দোকান রাখা অসম্ভব। শুধু চাঁদার টাকা নয়, বসার জন্য তাদেরকে এককালীন অগ্রিম টাকাও দিতে হয়। প্রথমে লাইনম্যানরা টাকা তুলে পরে তা ভাগাভাগি করে। তবে টাকার বড় অংশই চলে যায় গডফাদারদের পকেটে। এখানে আওয়ামী লীগের এক শ্রেণির নেতারা তাদের ঘনিষ্ঠদেরকে লাইনম্যান হিসেবে নিয়োগ দেন।
শিল্পাঞ্চলবাসীর প্রশ্ন, এভাবে কি আর আশুলিয়ার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে? ফুটপাতে চাঁদাবাজির নেপথ্যের প্রভাবশালী মহলকে নিবৃত করবে কে? তাদের ক্ষমতার উৎস কি? তারা কি সব সময় ধরা ছুয়ার বাহিরে রয়ে যাবে।
এ বিষয়ে ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডলের মুঠোফন নাম্বারে একাধিকবার ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।
অন্যদিকে গ্রামের বাড়ি নেত্রকোনা থেকে ঢাকার আশুলিয়ায় এসে মন্ডল মার্কেটের চায়ের দোকানদেন আতিক। এখন আতিক অঢেল সম্পদের মালিক, তার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে । তার গ্রামের বাড়িতে রয়েছে কোটি টাকার একটি মাছের ঘের, আশুলিয়ার কন্ডা এলাকায় কিনেছেন অর্ধকোটি টাকার বাড়ি, বলিভদ্র মন্ডল মার্কেটে রয়েছে ১০-১২টি পাঞ্জাবি ও বোরখার দোকান। নিজের ব্যবহার করেন আরওয়ান ফাইভ মোটরসাইকেল, রয়েছে নিজস্ব প্রাইভেটকারও।
এ বিষয়ে আতিক হাসান বলেন, আমি কোনো চাদাবাজির সাথে যুক্ত নই। আর জাহাঙ্গীর মুঠোফোনে বলেন, আমি থানায় জরুরী মিটিংয়ে আছি পরে কথা বলবো।
বক্তব্য জানার জন্য ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মন্ডলকে মোবাইলে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার(এসপি) মোঃ আসাদুজ্জামান বলেন, ফুটপাত ও মহাসড়ক থেকে সকল প্রকার অবৈধ স্থাপনা অচিরেই উচ্ছেদ করা হবে। এবিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।