মানিক দাস // চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১৭ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হবে।
চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির ৩৯০ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে নির্বাচন প্রজনন কমিটির পক্ষ থেকে তফসিল ঘোষণা করা হয়েছে। আজ ৯ নভেম্বর বুধবার মনোনীত দাখিলের দিন ধার্য করা হয়েছে। ১০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। একই সাথে প্রত্যাহার করা যাবে।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ ও সহকারী নির্বাচন কমিশনার হয়েছেন সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুল আল মামুন। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি অ্যাডঃ মাইনুল আহসান, জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ এ এন এম মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ গোলাম কাউসার শামীম, রিটার্নিং অফিসার চেয়ারম্যান অথরিটি অ্যাডঃ শাফায়েত হোসেন তালুকদার, সহকারি রিটানিং অফিসার সম্পাদক রেজিস্টারিং অথারিটি অ্যাডঃ মাসুদ রানা, সদস্য রেজিস্ট্রি অথরিটি কমিটির সদস্য অ্যাডঃ আবু কাওসার হোসেন মজুমদার ও অ্যাডঃ তাসলিমা আক্তার।