মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলবে যৌথবাহিনীর অভিযানে ২ দালাল আটক চাঁদপুর শহরে ৮ এপ্রিল থেকে দিনে সিএনজি প্রবেশ নিষেধ চাঁদপুরে জেলেদের চাল বিতরণকালে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আজম খানের তত্বাবধানে রাফিউস শাহাদাত ওয়াসিম পাটওয়ারী ইফতার মাহফিল   বিএনপি বৃহত্তর একটি  রাজনৈতিক দল নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে কিন্তু নীতির প্রশ্নে আমরা সবাই ঐক্য….রাফিউস শাহাদাত ওয়াসিম পাটওয়ারী চাঁদপুরে ডিএনসির অভিযানে ৩ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক   ইব্রাহিমপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরন  বীরগঞ্জে হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির সম্মেলন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের নির্দেশই দলের দুর্দিনের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে ……………….শেখ ফরিদ আহমেদ মানিক ঢাঃবিঃ অধ্যয়নরত মতলব স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার পূর্বে আলোচনায় চাঁদপুরের অতীত ইতিহাস ও ঐতিহ্যকে অক্ষুন্ন রেখে এগিয়ে যেতে হবে     মোস্তফা খান সফরী মৈশাদী ইউনিয়ন বিএনপি সম্মেলন আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে নিজেদের গর্বিত মনে করছি ……..শেখ ফরিদ আহমেদ মানিক 

স্বাধীনতা দিবসকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ সময়ের প্রস্তুতি

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১০৮ বার পঠিত হয়েছে
আলমাস হোসেনঃ ঢাকা জেলা প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। প্রায় একমাস ধরে চলা সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ প্রায় শেষের দিকে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে দেখা যায়, শেষ সময়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে। সৌন্দর্যবর্ধনসহ ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে পুরো সৌধ এলাকা। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া তিন বাহিনীর সদস্যদের মোটরসাইকেল যোগে রাষ্ট্রীয় মহড়া দিতেও দেখা গেছে।
স্বাধীনতা দিবসকে ঘিরে শতাধিক নারী-পুরুষ প্রায় এক মাস ধরে জাতীয় স্মৃতিসৌধকে সাজিয়ে তুলছেন নতুন করে। সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের পাশাপাশি বাহারি রঙের ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্ত্বর। শেষ হয়েছে রং তুলি আর আলোকসজ্জার কাজ।
বাহারী ফুলে মুড়িয়ে প্রস্তুত করা হবে শ্রদ্ধা নিবেদনের পুস্পস্তবক। তাই গাছের ডাল ও পাতা দিয়ে তৈরি হচ্ছে কাঠামো। ২০ বছরেরও বেশি সময় ধরে স্মৃতিসৌধে এই কাজ করছেন নুর উদ্দীন। তার হাতে তৈরি পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হবে মুক্তিযুদ্ধের বীর শহিদদের। মালী নুর উদ্দীন বলেন, স্বাধীনতা দিবসের ফুলের যে রিংগুলো দেওয়া হয়, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যে ফুলের রিংগুলো দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সেগুলো সম্পূর্ণ আমরা তৈরি করে থাকি।
সাভার জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে প্রায় দেড় মাস ধরে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিপাটি করার কার্যক্রম পরিচালনা করছি। এরই মধ্যে সম্পূর্ণ স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে-মুছে পরিস্কার-পরিচ্ছন্ন করে, ফুল দিয়ে সাজানো, রং-তুলির কাজ, সিসিটিভি বসানোসহ সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। এখানে আমাদের দুইটি প্রসার মেশিন ও দেড় শতাধিক জনবল কাজ করেছে। আমাদের সব কার্যক্রম প্রায় শেষের দিকে, যা এরই মধ্যে সম্পন্ন হবে।
আইনশৃঙ্খলা বিষয়ে পরিদর্শনে এসে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, ২৬শে মার্চ স্বাধীনতা দিবসকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে। আমাদের পোশাকধারী এবং সাদা পোশাকধারী সকল বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত আছেন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে। নিরাপত্তার খাতিরে বহিরাগতদের ভিতরে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও নিরাপত্তা বেষ্টিত এলাকায় কারা কারা অবস্থান করছেন সেটা প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করার ব্যবস্থা করা হয়েছে। সিভিল পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষায় কাজ করবেন।
পুলিশ সুপার আরও বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় স্পেশাল ব্যবস্থা রাখা হয়েছে। ওইদিন যেন কোনো প্রকার অসঙ্গতি না থাকে সে বিষয়ে ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ২৬শে মার্চ যারা স্মৃতিসৌধ এলাকার রাস্তা ব্যবহার করে গাবতলীমুখী যাতায়াত করবেন, তারা যেন অন্তত প্রথম প্রহরে এ রাস্তাটি এড়িয়ে চলেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম বলেন, ২৬ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই সঙ্গে দেশের আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মানুষও আসবেন। সেই লক্ষে সৌধ এলাকার আইনশৃঙ্খলাসহ সব প্রস্তুতি পরিদর্শন করে দেখলাম। ইতোমধ্যে এখানকার প্রস্তুতি শেষের দিকে, যা ২৫ মার্চের মধ্যে সম্পূর্ণ হবে।
জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এসময় প্রতিমন্ত্রী বলেন, ২৬ মার্চের সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরিপাটি করে সাজানো হয়েছে পুরো সাভার উপজেলাকে। নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com