শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক ৩টি রাজনৈতিক মামলার আসামী রুবেল খান ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন আল হিলাল ফাউন্ডশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ভাল ছাত্র হলে চলবেনা, ভাল মানুষ হতে হবে —প্রধান পৃষ্ঠপোষক ইয়াসিন ফরহাদ রাসেল কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত  চরিত্রগঠন আন্দোলন দিবস উদযাপন চাঁদপুরের আলোচিত কুহিনুর হত্যাকান্ডের পলাতক প্রধান আসামী নাজমা আক্তার গ্রেফতার চাঁদপুর সদর উপজেলা ছাত্রদল সভাপতি জিসানের নেতৃত্বে মিছিল মতলব উত্তরে ছাত্রদলের ৪৬তম প্রতিবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা তারুণ্যের উৎসব উপল‌ক্ষে জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে বর্ণাঢ্য শোভাযাত্রা

চাঁদপুরে লঞ্চ থেকে ৩ হকার পড়ে গিয়ে ১ জনের মৃত্যু॥ ২ জন প্রানে রক্ষা॥ ফায়ার সার্ভিসের কর্মী কর্তৃক নদীর তলদেশ হতে লাশ উদ্বার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৮৩ বার পঠিত হয়েছে

মানিক দাস চাঁদপুর॥ চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে মেঘনার মধ্য নদীতে পড়ে গিয়ে কলা ও পাউরুটি বিক্রেতা ৩ হকারের মধ্যে পাউরুটি বিক্রেতা হকার মো:মোস্তফা চোকদারের(৪২)মৃত্যু বরন করেছে। ঘটনাটি ঘটেছে,গতকাল সোমবার রাত পৌনে ১১টায় শহরের রেলওয়ে মাদ্রাসা রোডস্থ নৌ-টার্মিনালের সন্নিকটে মেঘনার মধ্য নদীতে। মোস্তফা নিশি বিল্ডিং চোকদার কান্দির ছিডু চোকদারের এক মাত্র ছেলে।

নদীতে পড়ে গিয়ে প্রানে বেঁচে যাওয়া অপর কলা বিক্রেতা হকার মরন আলী গাজীর ছেলে জমির হোসেন গাজী(৩৫) ও ৩নং কয়লা ঘাট এলাকার আবুল কালাম ওরফে কালা(৩২)। চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক(ডিআইডি) মো: ফরিদ আহমেদের নেতৃত্বে চাঁদপুর নদী-ফায়ার স্টেশনের ডুবুরি দলের সদস্য মো: আমিনুল রহমান,মো: নূরুল ইসলাম ও মো: হুয়ায়ুন কবির রাত সাড়ে ১২টায় অভিযান পরিচালনা করে মেঘনা নদীর তলদেশে ব্যাপক তল্লাশী চালিয়ে ডুবুরী মো: নূরুল ইসলাম মেঘনা নদীর তলদেশ থেকে রাত ১২টা ৫০ মিনিটে মোস্তফার মৃতদেহ উদ্বার করে নিয়ে আসে। পরে মৃতদেহটি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: নাছিম উদ্দিনের কাছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বুঝিয়ে দেন।

এ ব্যাপারে মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশটি ময়না তদন্ত শেষে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।
নৌ-টার্মিনাল এলাকার লঞ্চের সুপার ভাইজার ও হকারদের সাথে আলাপ কালে জানা যায়,ঢাকা-বরিশালের রাঙ্গাবালীর মধ্যে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এম.ভি.জাহিদ-৪ ঢাকা থেকে ছেড়ে রাত সাড়ে ১০টায় চাঁদপুর নৌ-টার্মিনালে অবস্থান নেয়। লঞ্চটি ১৫ মিনিট অবস্থানের পর তাড়াহুড়া করে কোন প্রকার সংকেত নাদিয়ে ছেড়ে দেয়। এতে করে কলা ও রুটি বিক্রেতা হকাররা লঞ্চ এম.ভি.জাহিদ-৪ থেকে নামতে নাপেরে নদীর মাঝখানে লঞ্চটি চলে যাওয়ার পর লঞ্চ থেকে লাফিয়ে পড়ে।

তাৎক্ষনিক লঞ্চ কর্তৃপক্ষ লঞ্চটি না থামিয়ে ও বয়া না ফেলে হকারদের উদ্বার না করে দ্রুত গতিতে চলে যায়। নদীতে পড়ে যাওয়া ৩ জন হকারের মধ্যে ২ জন হকার সাতরিয়ে কুলে উঠতে পারায় প্রানে রক্ষা পায়। এ সময় মোস্তফা চোকদার নদীতে তলীয়ে যায়। দুর্ঘটনার সময় নৌ-টার্মিনালে কোন নৌ-পুলিশ ছিলনা বলে টার্মিনালে অবস্থানরত বিভিন্ন লঞ্চের প্রতিনিধিরা জানান।

তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাবেক পৌর কাউন্সিলর প্যানেল মেয়র আলী আহমেদ সরকার,মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস। আলী আহমেদ সরকার নৌ-পুলিশ,চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও চাঁদপুর ফায়ার সার্ভিসসহ সংশ্লিস্ট সকলকে ঘটনাটি সম্পর্কে অবগত করেন। পরে পর্যাক্রমে নৌ-থানার অফিসার ইনচার্জ মো: আবু তাহের খান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: নাছিম উদ্দিন,মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুর রব,ফায়ার সার্ভিসসহ সকলে এসে উদ্বার তৎপরতায় অংশ নেয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক(ডিআইডি) মো: ফরিদ আহমেদ জানান, লঞ্চ থেকে পড়ে গিয়ে তলিয়ে যাওয়া পাউরুটি বিক্রেতা হকার মো:মোস্তফা চোকদারের মৃতদেহটি নদীর তলদেশ থেকে আমাদের চাঁদপুর নদী-ফায়ার স্টেশনের ডুবুরি দলের সদস্যরা উদ্বার করে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: নাছিম উদ্দিনের কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছে।

মৃত মোস্তফার ১টি শিশু ছেলে ও ১টি শিশু মেয়ে রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী জানান, মোস্তফা চোকদার প্রতিদিন জামাতের সাথে নামাজ আদায় করতো। সে অত্যান্ত ভাল মনের এক জন মানুষ ছিল। তার লাশ নদী থেকে উঠানোর পর রাত ১টা থেকে ২টা পর্যন্ত শত-শত নারী-পুরুষের ঢল নামে তাকে দেখার জন্য।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com